রাজশাহী মহানগরীতে নগদ অর্থ ও তাসসহ পাঁচজন জুয়াড়িকে গ্রেফতার
করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৬ অক্টোবর) দিবাগত রাত দেড়টায় নগরীর মতিহার থানার চর শ্যামপুর হতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: আফাস (৩০), পলাশ (৩৫), রনি (২০), আমিনুল (২৭) ও মোঃ শাকিল। সকলেই রাজশাহী মহানগরীর মতিহার থানার চর শ্যামপুর এলাকার বাসিন্দা
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মোঃ শাফিন মাহমুদের দিকনির্দেশনায় এসআই মোঃ শাহিন মোহাম্মদ অনু ইসলাম ও তাঁর সঙ্গীয় ফোর্স মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা জানতে পারেন, মতিহার থানার চর শ্যামপুর এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত দেড়টায় সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।
গ্রেফতারকৃদের বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে বৃহস্পতিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।