
কুড়িগ্রামের রাজারহাটে চোরাইকৃত অটোরিকশা ও তার মালামাল উদ্ধারসহ অটোরিকশার চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছেন রাজারহাট থানা পুলিশ।
এ ঘটনাটি ঘটেছে গতকাল রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের রাজমাল্লীরহাট এলাকায় । এ ঘটনায় মো.আজিম উদ্দিন রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন।
রাজারহাট থানা পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ জুন সোমবার রংপুর থেকে একটি গরুর বাছুর নিয়ে যাওয়ার কথা বলে মো.আজিম উদ্দিন (৪৫) নামের এক যুবকের অটোরিকশা ভাড়া করে রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের রাজমাল্লীরহাট এলাকায় নিয়ে আসে চোর চক্রের এক সদস্য।
এরপর অটোরিকশা চালক মো.আজিম উদ্দিনের মুঠোফোন কৌশলে হাতিয়ে নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে চোর -চক্রের অন্য সদস্যরা অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় রাজারহাট থানা পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অটোরিকশা চোর মো.আজম আলী (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেন। পরে চোর আজম আলীর তথ্যের ভিত্তিতে রাজারহাট থানা পুলিশ গভীর রাতে রাজারহাট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশার আরোও দুই চোর সদস্যকে গ্রেপ্তার করে চোরাইকৃত অটোরিকশা ও অটোরিকশার মালামাল উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত অটোরিকশার চোর -চক্রের সদস্যরা হলেন-রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউপির খিতাবখাঁ গ্রামের আজিজুল হকের পুত্র মো.আজম আলী (৩৩), চাকিরপশার ইউপির অর্জূনমিশ্র গ্রামের আক্তার হোসেনের পুত্র সাহানুর আলম ও রতিরাম কমলওঝাঁ গ্রামের আ: মতিনের পুত্র মো.মোহসীন আলী।
এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনর্চাজ মো. তছলিম উদ্দিন বলেন, চোরাইকৃত অটোরিকশা ও তার মালামাল উদ্ধার করা হয়েছে এবং সেই সঙ্গে গ্রেপ্তারকৃত অটোরিকশা চোর চক্রের ৩ সদস্যকে দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us: