রামগঞ্জ ( লক্ষ্মীপুর ) প্রতিনিধি ঃ
রামগঞ্জের মনসা উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল বুধবার ৫ শতাধিক দুস্থ নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে । এ নিয়ে গত দু’দিনে কাঞ্চণপুর ইউনিয়ন, ইছাপুর ইউনিয়ন, পৌরসভাসহ বিভিন্ন এলাকায় রামগঞ্জ আসনের এমপি বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম এ আউয়ালের পক্ষে ব্যক্তিগত তহবিল থেকে ৩ সহ¯্রাধিক কম্বল বিতরণ করা হয় । পৌরসভার মেয়র হাজী মো. আবুল খায়ের পাটওয়ারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কম্বল বিতরণ করেন । এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্ডিপুর ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, এমপির স্থানীয় প্রতিনিধি মিজানুর রহমান শেখ, ব্যক্তিগত সহকারী ফরিদ আহম্মদ বাঙ্গালী, রামগঞ্জ সরকারী কলেজের সাবেক জি এস নজরুল ইসলাম, যুবলীগ নেতা হুমায়ন কবির, ফয়সাল দেওয়ান, উপজেলা যুব তরিকত ফেডারেশনের সভাপতি মনির হোসেন, পৌর সাধারন সম্পাদক শামীম হোসেন, উপজেলা ছাত্র ফেডারেশনের আহবায়ক মেহেদী হাছান আকুলসহ স্থানীয় আ.লীগ, যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দসহ মেম্বার ও গন্যমান্য ব্যক্তিবর্গ।