
যশোরের শার্শার শ্যামলাগাছি পাকা রাস্তার উপর থেকে ১ কেজি ১৬৫ গ্রাম ওজনের ১০টি সোনার বারসহ ইসমাইল হোসেন (৩৮) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি ) সন্ধ্যায় ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ সিদ্দিকী স্বর্ণ আটকের বিষয়টি নিশ্চিত করেন।আটকৃত আসামি বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পারে সোনা পাচারকারী চক্রের এক সদস্য যশোর থেকে সোনার একটি চালান নিয়ে বেনাপোল সীমান্তে দিয়ে ভারতে পাচারের জন্য মোটরসাইকেল যোগে শার্শার শ্যামলাগাছি এলাকা দিয়ে বেনাপোল যাচ্ছে। সেখানে অভিযান চালিয়ে ইসমাইল হোসেন নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে প্যান্টের ভিতর কৌশলে লুকানো ১০টি সোনার বার পাওয়া যায়। জব্দকৃত সোনার ওজন ১কেজি ১৬৫ গ্রাম।যার সিজার মূল্য প্রায় ৮২ লাখ টাকা। অাটকৃত ইসমাইল র্দীর্ঘদিন ধরে চোরচালানের সাথে জড়িত বলে স্বীকার করে। সোনারবার সহ আটকৃতকে নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে।
Please follow and like us: