১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • ধর্ম ও জীবন
  • সমাধানের উদ্যোগে হজরত মোহাম্মাদ (সঃ) এর কৈশোর জীবনের উপর রচনা ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত




সমাধানের উদ্যোগে হজরত মোহাম্মাদ (সঃ) এর কৈশোর জীবনের উপর রচনা ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : নভেম্বর ১২ ২০১৯, ১৮:১২ | 884 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥
সমাধান চিনাটোলা শাখার আওতায় উপজেলার ইমাননগর গ্রামে স্থানীয় মুজগুন্নী-ইমাননগর কিশোর ক্লাবে হজরত মোহাম্মাদ (সঃ) এর কৈশোর জীবনের উপর রচনা ও বক্তৃতা প্রতিযোগিতা গতকাল অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে ও সমাধান সংস্থার বান্তবায়নে পরিচালিত “কৈশোর কর্মসূচি” এর আওতায় কিশোরীদের মধ্যে সামাজিক সচেতনতা ও মূল্যবোধের উন্নয়নের লক্ষে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
সমাজসেবক আলঃ অলিয়ার রহমান সরদার সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামকুড় ইউনিয়ন পরিষদের সদস্য ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাধান চিনাটোলা শাখার ম্যানেজার মোঃ জিয়াউর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইমাননগর-মুজগুন্নী পূর্ব পাড়া জামে মসজিদের ইমাম অধ্যাপক হাফেজ মাওঃ মোঃ ফখরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন মুজগুন্নী-ইমাননগর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ মহিববুল্লাহ ,সমাধান এর প্রোগ্রাম অফিসার মোঃ মুনছুর আলী ও বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গসহ মোট ৪৫ জন অংশগ্রহনকারী।
প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানের প্রধান আলোচক হাফেজ মাওঃ ফখরুল ইসলাম হজরত মোহাম্মাদ (সঃ) এর কৈশোর জীবনীর উপর বিস্তারিত আলোচনা করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সমাধান এর দায়িত্বপ্রাপ্ত প্রোগ্রাম অফিসার মঈনুল ইসলাম। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
এমন একটি ব্যতিক্রমধর্মী আয়োজনে স্থানীয় পর্যায়ের সুধী মহলের মধ্যে একটি আশা ব্যঞ্জক পরিবেশ তৈরী হয়েছে। কারণ এই উদ্যোগের ফলে আজকের কিশোরগন বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে নিজেদেরকে রক্ষা করার উদ্দীপনা ও শিক্ষা পাবে এবং বিশ্ব নবীর আদর্শে অনুপ্রানিত হবে বলে তারা মন্তব্য করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET