নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
দৈনিক খোলা কাগজের উপ-বার্তা সম্পাদক মানজারুল ইসলাম শাহিনকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদ জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (রুরু)। সোমবার দুপুরে রিপোর্টার্স ইউনিটির সভাপতি শিহাবুল ইসলাম ও সাধারণ সম্পাদক আলী ইউনুস হৃদয় এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান। বিবৃতিতে তারা বলেন,সাংবাদিকরা দুর্নীতির খবর প্রকাশ করলেই তাদেরকে অপশক্তির হুমকির সম্মুখীন হতে হয়। সমাজের সত্য ঘটনা প্রকাশের কারণে বারবার সংবাদিকদের ওপর নির্যাতন নেমে আসে। এমনকি হত্যাকা-েরও শিকার হতে হয়। তারই ধারাবাহিকতায় সাংবাদিক মানজারুলকে এসএমএস পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে। অবিলম্বে হুমকিদাতাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। বিবৃতিতে সাংবাদিক মানজারুলকে সব ধরনের আইনি সহায়তা প্রদানের জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানানো। প্রসঙ্গত, গত শুক্রবার বিকাল ৩টা ১৮মিনিটে দৈনিক খোলা কাগজের উপ-বার্তা সম্পাদক মানজারুল ইসলাম শাহিনকে মুঠোফোনে এসএমএস পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। পরে এ ঘটনায় বনানী থানায় সাধারণ ডায়েরি করেন তিনি।