সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মৎস্য ও কৃষি অধিদপ্তরে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। সোমবার ভোর রাত সাড়ে ৩টার দিকে চোরের দল দুটি অফিসে তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে কাগজপত্রাদি তছরুপ করে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে তথ্য নিশ্চিত করেন সংশ্লিষ্ট অফিসের কর্তাব্যক্তিরা। নৈশ প্রহরী, সিসি ক্যামেরা ও চারিদিকে সুরক্ষিত গ্রীল বেষ্টিত থাকার পরেও এ ধরনের চুরির বিষয়টি রহস্যজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হোসাইন সাগর ও কৃষি কর্মকর্তা আবুল হোসেন মিয়া জানান, চোরের দল অফিসের ল্যাপটপ ও মোবাইল সেট সহ অন্যান্য মূল্যবান মালামালের কোন ক্ষতি করে নি। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজজামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে। ক্যামেরা ফুটেজ দেখে ঘটনা উৎঘাটনের চেষ্টা অব্যাহত আছে।