
হরিপুরে জাক জমক ভাবে পবিত্র ঈদে
মিলাদুন্নবী(সা:)উদ্যাপন উপলক্ষে শোভা যাত্রা ও
আলোচনা সভা অনুষ্ঠি হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় হরিপুর বটতলী আহ্লে সুন্নত ওয়াল জামাত এর আয়োজনে সভাপতি,সম্পাদক মো: হাফিজ উদ্দীন ও মজহারুল ইসলামের নেত্রীত্বে এক শোভা যাত্রা বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক গুলি প্রদর্শণ করে। শোভা
যাত্রা শেষে জশনে জুলুশ পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা:) এর জন্ম ও ওফাতের বিষয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন লেখক
গবেশক ও হরিপুর মডেল মসাজদের ইমাম মুফতি মাসুদুর রহমান হামিদি। আলোচনা শেষে মিলাদ মাহাফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
Please follow and like us: