১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই রমজান, ১৪৪৫ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • তথ্য- প্রযুক্তি
  • ত্রিশালে বেকার যুবকদের ফটোশপ, গ্রাফিক্স ডিজাইন ও অ্যানিমেশন “ বিষয়ক প্রশিক্ষণ ”




ত্রিশালে বেকার যুবকদের ফটোশপ, গ্রাফিক্স ডিজাইন ও অ্যানিমেশন “ বিষয়ক প্রশিক্ষণ ”

সোহেল আহমদ সাজু,  তাহিরপুর .সুনামগঞ্জ, করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০২ ২০২০, ১৬:২৩ | 1041 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ত্রিশাল উপজেলা পরিষদের আয়োজনে ৫ দিনব্যাপি বেকার যুবকদের ফটোশপ, গ্রাফিক্স ডিজাইন ও অ্যানিমেশন “ বিষয়ক প্রশিক্ষণ ” উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কম্পিউটার ল্যাবে শুরু হয়েছে। ২রা ফেব্রুয়ারি রবিবার শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মশালা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত, চলবে ৬ই ফেব্রুয়ারি বৃহস্পতি বার পর্যন্ত। প্রশিক্ষণটি বাস্তবায়নে ছিলেন উপজেলার যুব ও ক্রীড়া উন্নয়ন বিষয়ক স্থায়ী কমিটি। অর্থায়ন ও সার্বিক সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগ ও জাপান
ইন্টারন্যাশনাল কোঅপারেশন(জাইকা)। রবিবার এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। উদ্বোধনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু জুলহাস। উদ্বোধনি অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাহানা পারভিন, ইউডিএস ত্রিশাল উপজেলা,
জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন(জাইকা)। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়তে এ ধরনের প্রশিক্ষণ সহযোগিতা মুলক ভুমিকা পালন করবে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিবৃন্দ। প্রশিক্ষণে ৩০ জন বেকার যুবক ও ৩০ জন বেকার যুব মহিলা প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রথম দিনের প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন ড. রাকিব হাসান, অধ্যাপক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। তিনি আউটর্সোরিং, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ঘরে বসে আয় উপার্জনের নানা বিষয়ে প্রশিক্ষণ দান করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

 

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET