আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় যৌতুকের জন্য স্বামী ও তার পরিবারের নির্যাতন সইতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছে এক গৃহবধূ। লাশ পোস্টমর্টেমের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় ও গৃহবধূ টুম্পার পিতার পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব বাকাল গ্রামের গ্রাম পুলিশ সদস্য সুজন সরকারের স্ত্রী এক সন্তানের জননী টুম্পা সরকারকে স্বামী ও তার পরিবারের লোকজন মাঝে মধ্যে যৌতুকসহ বিভিন্ন কারনে শারীরিক নির্যাতন করত। টুম্পা সরকার নির্যাতন সইতে না পেরে গত ২০ ফেব্রুয়ারী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করার পর শনিবার রাতে (২৪ ফেব্রুয়ারী) ঢাকা নেয়ার পথে টুম্পা সরকারের মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য বরিশাল মর্গে প্রেরন করে। এ ঘটনায় টুম্পার ভাই আনন্দ বাড়ৈ বাদী হয়ে ওই রাতেই থানায় একটি ইউডি মামলা দায়ের করে। টুম্পার পিতার পরিবার থেকে মামলা করার প্রস্তুতি নেয়া হয়েছে বলে তারা জানান।