এইচ এম এনামুল হক নাবিদ::
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১শে ফেব্রুয়ারি) উপলক্ষে আনোয়ারায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান। আজ (বুধবার) উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার গৌতম বাড়ৈ’র সভাপতিত্বে এই অনুষ্টান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একুশ বাঙ্গালি জাতির গর্ব এই একুশের মাধ্যমে আমারা মুক্তিযোদ্ধের বীজ বপন করেছি।পাকিস্তানি হায়েনারা আমাদের মায়ের ভাষাকে কেড়ে নিতে চেয়েছিল,কিন্তু বীর বাঙ্গালি সালাম, রফিক, বরকত নিজের রক্ত ঢেলে দিয়ে মায়ের ভাষাকে রক্ষা করেছে। আমরা প্রমান দিয়েছি বাঙ্গালি জাতি বীরের জাতি, এই জাতি কখনো হার মানে না।
উপজেলা শিল্প কলা একাডেমীর পরিচালক উৎপল সেনের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,উপজেলা ভূমি কমিশনার আব্দুল মুবিন, উপজেলা শিক্ষা অফিসার আকিকুর রেজা খাঁন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেন,কৃষি কর্মকর্তা একরাম হোসেনসহ সরকারি, রাজনৈতিক ও মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মীরা।
এর আগে উপজেলা মিলনায়তন থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়
Please follow and like us: