নজরুল ইসলাম চৌধুরীঃ
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ছাগলনাইয়া ব্লাড ডোনেট ফাউন্ডেশন’র উদ্যোগে শহীদদের স্মরণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের আয়োজন করা হয়। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮ টা থেকে ছাগলনাইয়া কলেজ রোড়ে এ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া ব্লাড ডোনেট ফাউন্ডেশনের সভাপতি জিয়াউল হক বাবলু, সংগঠনটির উপদেষ্টা নুর হোসেন মজুমদার ও আবদুল হান্নান। এতে ব্লাড ডোনেট ফাউন্ডেশনের কার্যকরী সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন, মোঃ মামুন মজুমদার, মোঃ শাহীন, মোঃ শাওন, আলমগীর হোসেন, মোঃ রনিসহ অন্যান্য সদস্যবৃন্দ। এর আগে ২১’র প্রথম প্রহরে ছাগলনাইয়া কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ছাগলনাইয়া ব্লাড ডোনেট ফাউন্ডেশন’র সদস্যবৃন্দ। এ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদের সহ পথচারীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।