
একমাত্র কন্যাকে আর দেখা হলো না আবুধাবি প্রবাসী কুমিল্লার নাঙ্গলকোটের লিটনের। গত সোমবার ভোর রাতে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির একটি হাসপাতালে ব্রেইন স্ট্রোকে তার মৃত্যু হয়। মোহাম্মদ লিটন (৩০) উপজেলার ঢালুয়া ইউনিয়নের বায়রা গ্রামের শাহজাহানের ছেলে।
জানা যায়, লিটনের বড় ভাই ২০১৭ সালে অসুস্থ হয়ে মারা যায়। পরে একই বছর পরিবারিক সিদ্ধান্তে নিঃসন্তান মৃত বড় ভাইয়ের স্ত্রীকে বিবাহ করে লিটন। গত বছরের শুরুরদিকে লিটন দেশে এসে এক মাত্র কন্যা সন্তানকে পেটে রেখে জীবিকানির্বাহ করতে চলে যায় কর্মস্থল ডু্বাই এর আবুধাবিতে। তার কন্যার বয়স এখন ১৫ মাস। ব্রেইন স্ট্রোকের পর গতকাল আবুধাবির একটি হাসপাতালে সে মারা যায়। তার কন্যা সন্তানটি কোন দিন স্পর্শ করতে পারেনি প্রিয় বাবা’কে। লিটনের মৃত্যুর সাথে ওই পরিবারের সব স্বপ্নেরও মৃত্যু হয়েছে। দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।
লিটনের মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবারে চলছে শোকের মাতম।
Please follow and like us: