ছাগলনাইয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল তার বক্তব্যে বলেন, সরকারী নির্দেশনা অমান্য করে ছাগলনাইয়া একাডেমী ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের নিকট থেকে বাড়তি টাকা নেয়ার বিষয়টি আমরা সাংবাদিকদের লিখনির মাধ্যমে জানতে পেরে বাড়তি টাকা ফেরত দিতে স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি। এবং ঐ টাকা ফেরত দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এসএসসির ফরম পূরণে সরকার কর্তৃক নির্ধারিত টাকার বাহিরে উপজেলার কোন স্কুল যদি এক টাকাও বাড়তি নেয় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের কোচিংয়ের বিষয়ে সোহেল চৌধুরী বলেন, কোচিং ফি কত টাকা নিতে পারবে তা উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসার সহ আলোচনা করে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জানানো হবে।