১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




এসএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণে এক টাকাও বেশি নেয়া যাবেনা: সোহেল চৌধুরী

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : নভেম্বর ১৪ ২০১৯, ১৭:৩৬ | 1399 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল তার বক্তব্যে বলেন, সরকারী নির্দেশনা অমান্য করে ছাগলনাইয়া একাডেমী ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের নিকট থেকে বাড়তি টাকা নেয়ার বিষয়টি আমরা সাংবাদিকদের লিখনির মাধ্যমে জানতে পেরে বাড়তি টাকা ফেরত দিতে স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি। এবং ঐ টাকা ফেরত দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এসএসসির ফরম পূরণে সরকার কর্তৃক নির্ধারিত টাকার বাহিরে উপজেলার কোন স্কুল যদি এক টাকাও বাড়তি নেয় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের কোচিংয়ের বিষয়ে সোহেল চৌধুরী বলেন, কোচিং ফি কত টাকা নিতে পারবে তা উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসার সহ আলোচনা করে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জানানো হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের বলেন, বার্ষিক পরীক্ষাকে সামনে রেখে ছাগলনাইয়ায় মাস ব্যাপী শিল্প ও পণ্য মেলার আয়োজনকে ঘিরে অভিভাবকদের মাঝে কিছুটা উদ্বেগ দেখা দেয়ায় মেলাতে মাইক চালুনো বন্ধের নির্দেশ দিয়েছি। মেলায় কোন প্রকার অনিয়ম চলতে দেয়া হবেনা। উপজেলার বিভিন্ন রুটের জন্য নির্দিষ্ট করা স্ট্যান্ডে সিএনজি না রেখে যত্রতত্র রাখলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ইউএনও। ছাগলনাইয়া-ফেনীর সিএনজি ভাড়া ২৭ টাকার চেয়ে এক টাকাও বাড়তি নেয়া যাবেনা বলেও জানান তিনি। চলতি মাসের শেষের দিকে ছাগলনাইয়ায় পাঁচটি লোকাল বাস চালু হতে পারে বলেও আশ্বাস দেন ইউএনও সাজিয়া তাহের।
মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিষয়ে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, এরা আমাদের কারো না কারো স্বজন। মাদক থেকে এদের বিমুখ করতে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার লাগবে। হিজড়াদের জালাতনে অতিষ্ঠ উপজেলাবাসী এমন এক বক্তব্যের জবাবে ওসি বলেন, সরকার এদের বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট আইন করেনি। হিজড়াদের নিয়ন্ত্রণে আনতে হলে প্রথমে তাদের পুনর্বাসন ব্যবস্থা করার দাবী জানান ওসি মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ।
সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, উপজেলা আ’লীগে সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, সিনিয়র-সহ সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ বুলবুল, বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, পাঠাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোস্তফা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী সহ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET