১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




গোলাপগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনকে কারাদন্ড

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৩ ২০২৪, ০৩:০৬ | 661 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোলাপগঞ্জে মাদক সেবনের দায়ে ৪জনকে কারাদন্ড ও জরিমানা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদের নেতৃত্বে গোলাপগঞ্জ পৌরসভার বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদের কারাদন্ড ও জরিমানা প্রদান করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমনিয়া গ্রামের দুলাব আলীর ছেলে মো. ছয়ফুল আহমদ (৫৩), মৃত আকবুল আলীর ছেলে মো. জুনেল আহমেদ মনাই (২৬), আব্দুর রহমানের ছেলে মো. আব্দুল আজিম আহমদ শান্ত (২২) ও আব্দুস সালাম এর ছেলে মো. নজরুল ইসলাম (৫২)।
মদ ও গাজা সেবনের অপরাধে তাদেরকে বিভিন্ন মেয়াদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কারাদন্ড ও জরিমানা করা হয়। অভিযানে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা এর নেতৃত্বে পুলিশের একটি টিম সহযোগিতা করে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল বলেন, মাদকমুক্ত গোলাপগঞ্জ উপজেলা গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET