বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাগলনাইয়া উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে জুলাই ঘোষণা পত্র বিষয়ক জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচী পালন করা হয়। রবিউল হক রবি’র সভাপতিত্বে ও নাঈম ফরায়জীর সঞ্চালনায় এসময় বক্তব্য প্রদান করেন জাতীয় নাগরিক কমিটি ফেনী জেলা শাখার জেলা প্রতিনিধি ফখরুদ্দিন সাহেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেনী জেলা প্রধিনিধি আবদুল্লাহ মুহাইমিন তাজিম ও আবদুল কাইয়ুম সোহাগ। এসময় ছাগলনাইয়া উপজেলা ছাত্র প্রতিনিধি এমদাদুল হক, শোয়াইব চৌধুরী, মহামায়া ইউনিয়ন ছাত্র প্রতিনিধি আহসান হাবিব আরাফাত, শুভপুর ইউনিয়ন ছাত্র প্রতিনিধি আহাম্মদউল্লাহ সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।