গতকাল মঙ্গলবার (১৬ এপ্রিল) ছাগলনাইয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় সড়কে প্রাণ হারালো আবদুল্লাহ আল নোমান (১৪) নামক এক ক্ষুদে হাফেজে কোরআন। এ ঘটনায় মোটরসাইকেল চালক নিহতের নিকটাত্মীয় মামা মাওঃ মাহফুজুর রহমান (৩৭) গুরুতর আহত হয়ে ফেনী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নোমান ফেনী সদর উপজেলার শান্তি কোম্পানী রোড় খাজুরিয়া পাটোয়ারী বাড়ীর আলমগীর পাটোয়ারীর কনিষ্ঠ পুত্র।
বেলা পৌনে ৩ ঘটিকার সময় উপজেলার ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ সড়কের কাশীপুর রাস্তার মাথা নামক স্থানে ঘটনাটি সংগঠিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত নোমান ও তার মামা মাহফুজুর রহমান রাধানগর ইউনিয়নের উত্তর কুহুমা গ্রামে নোমানের নানার বাড়ী থেকে নিজ বাড়ী জেলা শহর ফেনী পৌঁছার পথে কাশীপুর রাস্তা মাথা নামক স্থানে মোটরসাইকেল চালক মাহফুজুর রহমান হঠাৎ মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণে আনতে চাইলে পেছনে বসে থাকা নোমান মোটরসাইকেল থেকে সড়কের উপর ছিটকে পড়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ীর সাথে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। পরবর্তীতে ছাগলনাইয়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়েযায়। অপরদিকে, মোটরসাইকেল চালক মাহফুজুর রহমানকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।