নজরুল ইসলাম চৌধুরীঃ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন ফেনী জেলা কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে ছাগলনাইয়া উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে করনীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম ছাগলনাইয়া এলাকার সাবেক সুপারভাইজার মোঃ আলমগীর হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাসদ ফেনী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবদুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রমের পিল্ড সুপারভাইজার আবদুল মোমিন, ছাগলনাইয়া উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওঃ আতাউল্লাহ সিফাত, ছাগলনাইয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মোঃ শেখ কামাল, ছাগলনাইয়া প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক সাংবাদিক নজরুল ইসলাম চৌধুরী, গণ শিক্ষা কার্যক্রম ছাগলনাইয়া উপজেলার কেয়ারটেকার মোঃ জাফর উল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে ছাগলনাইয়া উপজেলার মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রমের প্রাক- প্রাথমিক ও কোরআন শিক্ষার ১০০টি কেন্দ্রের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।