
শামীম খান ঝিনাইদহ প্রতিনিধিঃ
জে,এস,সি পরীক্ষায় অকৃতকার্য হওয়াই মায়ের বকুনি শুনে রুবিনা খাতুন (১৩) নামের এক স্কুল ছাত্রী নিজ ঘরে গলাই ফাঁস দিয়ে আতœহত্যা করেছে।
নিহত স্কুল ছাত্রী রুবিনা খাতুন ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা কুড়িপোল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।
আতœহত্যার ঘটনাটি ঘটেছে গত শনিবার সন্ধ্যা রাতে মহেশপুর উপজেলার সূর্যদিয়া গ্রামে।
এলাকাবাসী জানান, ২০১৭ সালে অনুষ্ঠিত জে,এস,সি পরীক্ষায় নাটিমা কুড়িপোল মাধ্যমিক বিদ্যালয় থেকে সূর্যদিয়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে আংশো গ্রহন করে। পরীক্ষার ফলাফলে রুবিনা খাতুন অকৃতকার্য হওয়াই গত শনিবার দুপুরে তার মা বকাবকি করে। পরে সন্ধ্যায় মায়ের উপর অভিমান করে সে নিজ ঘরে গলাই ফাঁস দিয়ে আতœহত্যা করে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মেদ কবির ঘটনার সত্যত্যা স্বীকার করে জানান, জে,এস,সি পরীক্ষায় অকৃতকার্য হওয়াই মায়ের বকুনি শুনে রুবিনা খাতুন নামের এক স্কুল ছাত্রী গলাই ফাঁস দিয়ে আতœহত্যা করেছে।
এ ঘটনায় গতকাল রোববার সকালে মহেশপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।