১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • ঝিনাইদহে হাইওয়ে পুলিশের সাঁড়াশি অভিযান




ঝিনাইদহে হাইওয়ে পুলিশের সাঁড়াশি অভিযান

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : অক্টোবর ৩০ ২০২৪, ২২:৩৪ | 668 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও সড়কে চলাচলকারি যানবাহন, যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে  ঝিনাইদহ হাইওয়ে পুলিশের আওতাধীন যশোর-ঝিনাইদহ,ঝিনাইদহ-কুষ্টিয়া,ঝিনাইদহ-চুয়াডাঙ্গা  সড়কে চলাচলকারি অবৈধ যানবাহনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে ঝিনাইদহ হাইওয়ে পুলিশ। বুধবার (৩০ অক্টোবর ) ঝিনাইদহ সদর হলিধানি ইউনিয়নের ভেটেনারি কলেজ  সংলগ্ন ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঝিনাইদহ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মৃত্যুঞ্জয় নেতৃত্বে পরিচালিত অভিযানে সকাল হতে বিকাল পযর্ন্ত ২০ টা অবৈধ পরিবহণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানাগেছে । সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সড়ক পরিবহণ আইন-২০১৮’র আওতায় পরিচালিত এই বিশেষ অভিযানে মূলত: ফিটনেসবিহীন যানবাহন, ওভারলোড যানবাহন, হাইড্রোলিক হর্ণ, ট্রাফিক আইন অমান্য ও বেপরোয়া গতিতে চলাচলকারি যানবাহন, মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সিএনজি চালিত থ্রি হুইলার, ইজিবাইক, নসিমন-করিমন ও ড্রাইভিং লাইসেন্সবিহীন, মোটরসাইকেলের হেলমেটবিহীন চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন রুটে প্রতিদিন দৈনিক ৮ ঘণ্টা করে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরো জানান, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে শৃঙ্খলা রক্ষা এবং চুরি ছিনতাই রোধে নিয়মিত পুলিশ টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এছাড়া উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে কোনো অবৈধ যানবাহন মহাসড়কে চলাচল করলে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং দুর্ঘটনা রোধে স্পিডগানের মাধ্যমে পদক্ষেপ গ্রহন করা হচ্ছে এবং মহাসড়কে সুশৃংখল ধরে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET