১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




ট্রাক্টরে অতিষ্ঠ বিয়ানীবাজার উপজেলার নিরীহ মানুষ

মুফিজুর রহমান নাহিদ, স্পেশাল করেসপন্ডেন্ট ,সিলেট

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১১ ২০২৪, ২২:৫৫ | 753 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ট্রাক্টরে অতিষ্ঠ মানুষ বিয়ানীবাজার উপজেলার কাঁচা-পাকা সড়ক অবৈধ ট্রাক্টরের দখলে চলে গেছে। বিকট গর্জনে ধুলোঝড় সৃষ্টি করে সড়ক দাপিয়ে বেড়াচ্ছে লাইসেন্সবিহীন এসব যন্ত্রদানব। এসব ট্রাক্টরের বেপরোয়া গতি, বিকট শব্দ আর ধুলোবালিতে অতিষ্ঠ সাধারণ মানুষ। দেখা গেছে, চাষের জন্য আমদানি করা ট্রাক্টরে ট্রলি লাগিয়ে ইট,মাটি, গাছসহ নানা ভারী পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছে। এসব বাহনের নেই কোনো অনুমোদন। এ ছাড়া লাইসেন্সবিহীন শিশু-কিশোরেরাও চালাচ্ছে এসব বাহন। প্রতিদিন উপজেলার আবাদি জমির উপরিভাগ কেটে এসব অবৈধ যানে বহন করে পুকুর,খাল ও বসতভিটা ভরাট করা হচ্ছে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত ট্রাক্টরগুলো বেপরোয়া গতিতে চলতে থাকে। দিনের বেলায় স্কুল, কলেজ, মাদ্রাসা ও অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিরাপদে সড়কে চলাচল করতে পারে না। পথচারী মজনুমিয়া বলেন,ট্রাক্টরের ভয়ে রাস্তায় ঠিকমতো চলাচল করা যায় না। ট্রাক্টর এলেই রাস্তা ছেড়ে দিয়ে পাশে দাঁড়িয়ে থাকতে হয়। অনভিজ্ঞ ও কম বয়সী চালকেরা পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনাসহ বসতবাড়ি ও জানমালের ক্ষতি করছে।

সরকারের ভর্তুকি দেওয়া ট্রাক্টর দিয়ে জমি চাষ না করে মাটি বহন করা হচ্ছে। এসব অবৈধ যান বন্ধে বিভিন্ন স্থানে মিছিল, সভা, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। তবে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কোনো উদ্যোগ চোখে পড়েনি। তবে প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে অবৈধ মাটি বহন করতে ট্রাক্টর জব্দ করা হয়। তবে সে সবেও থেমে নেই অবৈধ ভেকু মেশিন দিয়ে মাটি কাটা ও মাটি বহনকারী অবৈধ ট্রাকটর বহন। উপজেলার বিভিন্ন গ্রামের মুসল্লি, শিক্ষক-শিক্ষার্থী ও পথচারীসহ সবাই এই অবৈধ যান বন্ধে সরকারের উদ্যোগের দাবি জানান। এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলার ইউএনও আয়েশা আক্তার বলেন,কৃষিকাজে ব্যবহারের জন্য সরকার ৫০ ভাগ ভর্তুকি মূল্যের ট্রাক্টর ও পাওয়ার টিলার সরবরাহ করেছে। এগুলোর পেছনে ট্রলি ভ্যান লাগিয়ে মাটি, বালু, ইট, কাঠসহ ভারী পণ্য বোঝাই করে ক্ষিপ্রগতিতে বিকট শব্দে রাস্তায় ধুলোঝড় সৃষ্টি করে বেপরোয়া চলাচল করছে। এদের বিরুদ্ধে প্রতিদিন আমাদের উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রেখেছে।

বিয়ানীবাজার উপজেলার সাধারণ মানুষ অভিযোগ করে বলেন বিশেষ করে চারখাই ও শেওলা ইউনিয়ন এর লোক বড় অসহায়। এদের দাপটে এলাকায় থাকাই দায়।এদের অত্যাচার থেকে এলাকার মানুষ ও পরিবেশকে রক্ষার জন্য প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের যৌথ পদক্ষেপ নেওয়া জরুরি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার বলেন, ট্রাক্টরচালিত পরিবহনের বিষয়ে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তার বলেন, মাসিক সমন্বয় সভায় এসব লাইসেন্সবিহীন অবৈধ ট্রাক্টর বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে মালিকসহ অদক্ষ বেশ কিছু চালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাও করা হয়েছে। এসব অবৈধ ট্রাক্টর বন্ধে আরও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET