
সিরাজগঞ্জের তাড়াশে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় তাড়াশ পৌর বিএনপি’র উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তাড়াশ ডিগ্রী কলেজ চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহবায়ক তপন কুমার গোস্বামীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, পৌর বিএনপি’র সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, যুগ্ন আহবায়ক মোঃ সাইফুল ইসলাম খন্দকার, মোঃ আবুল হোসেন, পৌর যুবদল নেতা মোঃ আমিন উদ্দিন, মোঃ দুলাল হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব হেলাল মাহমুদ হিরা, তাড়াশ উপজেলা বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাব্বির খন্দকার, মেহেদী হাসান প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন দেশের গুরুত্বপূর্ণ পদে থেকে ষড়যন্ত্রমূলক ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। আমরা রাষ্ট্রপতিকে স্বেচ্ছায় সসম্মানে পদত্যাগ করার আহ্বান জানাচ্ছি। অন্যথায় বাংলাদেশের ১৮ কোটি ছাত্র জনতা বঙ্গভবন ঘেরাও করে তাকে পদত্যাগে বাধ্য করে দৃষ্টান্তমূলক বিচার করবে।