দাগনভূঁঞা প্রতিনিধি:- দাগনভূঁঞা উপজেলায় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে এনবিএম-১ ও এনবিএম-২ নামক দুটি ইট ভাটায় ১লক্ষ টাকা জরিমানা ও ২টি এক্সক্যাভেটর মেশিন জব্দ করে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার বিকালে ভ্রাম্যমান আদালতের হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ভূঁঞা এ অভিযান পরিচালনা করেন।
ভ্রম্যমান আদালত সূত্রে জানাযায়, উপজেলার মাতুভূঁঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে এনবিএম-১ ও এনবিএম-২ নামক দুটি ইট ভাটার মালিক ইউসুফ ও সাইফুর রহমানকে ৫০হাজার টাকা করে ১ লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত ।
এসময় ২টি এক্সক্যাভেটর মেশিন জব্দ করে আদালত।
ভ্রাম্যমান আদালতের হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান,কৃষি জমির মাটি রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে।