বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার সকালে নাঙ্গলকোট মনোয়ারা মাহমুদা বালিকা মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা সভাপতি ওমর ফারুক মিয়াজীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত। প্রধান বক্তা ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা জেলা দক্ষিণ সভাপতি খায়রুল ইসলাম।
জামায়াতে ইসলামী নাঙ্গলকোট পৌরসভা সহকারী সেক্রেটারি জোবায়ের উদ্দিন খন্দকার ও পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশন নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু তৈয়ব মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন, পৌরসভা আমির হারুনুর রশিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলা সহ-সভাপতি আব্দুল করিম, এ.কে.এম শাহ আলম, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন হায়দার, সাবেক জেলা নির্বাহী পরিষদ সদস্য ও নাঙ্গলকোট উপজেলা সাবেক সভাপতি সাংবাদিক কেফায়েত উল্লাহ মিয়াজী, সাবেক ছাত্রনেতা এস.এম আমিনুল হক মাওলা, সমাজ সেবক ও রাজনীতিবিদ বশিরুজ্জামান খান, নাঙ্গলকোট পৌরসভা নবনির্বাচিত সভাপতি মাস্টার সোলাইমান, মাঈনুল হক মজুমদার বাবলু, দিদার হোসেন।
দ্বি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের প্রকাশ্য ভোটে ২০২৫-২৬ সেশনের জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন ওমর ফারুক মিয়াজী, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহ আলম চিশতি। নাঙ্গলকোট পৌরসভা সভাপতি নির্বাচিত হয়েছেন মাস্টার সোলাইমান, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু তৈয়ব মজুমদার।