দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক ও অটো চার্জার (ব্যাটারী চালিত রিক্সা) মুখোমুখি সংঘর্ষে অটো রিক্সা চালক নজরুল ইসলাম (৪৮) ও অটো চার্জারের রিক্সা যাত্রী জাহানারা বেগম (৫০) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টা ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহা সড়কের ফুলবাড়ী উপজেলার আলদিপুর ইউনিয়নের বারাইহাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় অটো রিক্সার অপর দুই যাত্রি আহত হয়েছে।
দুর্ঘটনায় নিহত জাহানারা বেগম পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের মদনপুর গ্রামের আফজাল প্রামাণিক হোসেনের স্ত্রী এবং নজরুল ইসলাম ফুলবাড়ী পৌর এলাকার সুজাপুর গ্রামের মৃত খাজের উদ্দিন মন্ডল এর ছেলে।
এ ঘটনায় গুরুত্বর আহত অটো রিক্সার অপর দুই যাত্রীরা হলেন, পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের মদনপুর গ্রামের কাশেম আলী (৬০) এবং তার স্ত্রী জিন্না খাতুন (৫০)। তাদের অবস্থা আশংকা জনক হওয়ায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে অটো রিক্সাটি বারাইহাট থেকে যাত্রী নিয়ে ফুলবাড়ীর উদ্দেশ্যে রওনা হলে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহা সড়কের বারাইহাট এলাকায় সড়কের মোড় অতিক্রম করার সময় (ঢাকা মেট্রো ট-১৬-৩৪-২৬) একটি ট্রাক দিনাজপুর অভিমুখে যাওয়ার সময় অটো রিক্সাটিকে চাপা দেয় । এসময় ঘটনা স্থলেই অটো রিক্সা চালক ও একজন যাত্রী মৃত্যু বরণ করেন। অপর দুই যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে,পরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে চালক ও সহযোগীসহ ট্রাকটি আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Please follow and like us: