নিজস্ব প্রতিবেদক:-
ফেনীর মোটবি ও পাঠাননগরে ইটভাটায় কৃষি জমির মাটি ব্যবহার রোধে বুধবার (২৮ফেব্রুয়ারি) সকালে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।
ফেনীর মোটবি ও পাঠাননগরে ইটভাটায় কৃষি জমির মাটি ব্যবহার রোধে বুধবার (২৮ফেব্রুয়ারি) সকালে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।
এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
কৃষি জমির মাটি কাটার সময় পাঠাননগরের পূর্ব পাঠানগড়ের শিলুয়া ব্রিকস এর একটি এক্সক্যাভেটর জব্দ করা হয় এবং শিলুয়া ব্রিকস এর মালিক গোলাম মোস্তফা (৪৫) কে ১০০,০০০/- ( এক লক্ষ) টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
অপরদিক মোটবীর লস্করহাটের শাহাপুরে জমির মাটি কাটার সময় জব্দ করা হয় আরো একটি এক্সক্যাভেটর । মাটি ব্যবহৃত হচ্ছিল পশ্চিম শিলুয়ার রহমান ব্রিক ফিল্ডে। কৃষি জমির মাটি ইটভাটায় ব্যবহারের অপরাধে রহমান ব্রিক ফিল্ডের মালিক নুরুন নবী (৫০) কে ১০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক ফাইজুল কবির, পাঠাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল হায়দায় চৌধুরী ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।
Please follow and like us: