নিজস্ব প্রতিবেদক:- ফেনীতে আরো ১২টি ভেজাল হলুদ-মরিচ কারখানায় বন্ধ ও ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দিনভর অভিযান চালিয়ে এ আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। আদালত সূত্র জানায়, ইসলামপুর রোডের আবুবক্কর সিদ্দিক সড়কে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় ফরিদ মিলস’র সহিদুল ইসলাম (শাহীন), ইসমাইল মিলস’র মো: ইসমাইল, বৈশাখী মিলস’র রবিন্দ্র দেবনাথ আলাউদ্দিন ট্রেডার্স’র আলাউদ্দিন, আইয়ুব আলী ট্রেডার্স’র আইয়ুব আলী, ভূঁইয়া মসলা মিলস’র আবুল কালাম আজাদ, নারায়ন মিলস’র নারায়ন বণিক, এরশাদ মিলস’র এরশাদ উল্যা, তৈয়ব মিলস এর আবু তৈয়ব ও মেসার্স আবুল হোসেন মিলস’র আবুল হোসেনকে ২০ হাজার করে টাকা মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করে মিলগুলো বন্ধ করে দেন। এছাড়াও আব্দুল কুদ্দুস মিলস ও জহির উদ্দিন ক্রাশিং মিল নামে দুটি মিল বন্ধ ঘোষণা করেন ভ্রাম্যমান আদালত।
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর সুজন বড়ুয়া, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক ফয়জুল কবীর ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।