বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী নিহতের আত্মার মাগফিরাত কামনায় ছাগলনাইয়ায় ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এছাড়াও ছাগলনাইয়ার যেসব শিক্ষার্থীরা ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে তাদেরকে ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাবের পক্ষ থেকে সম্মান প্রদান করা হয়। শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে স্বেচ্ছাসেবী সংগঠন ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি জিয়াউল হক বাবলুর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, ব্লাড ডোনার্স ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য নুর হোসেন মজুমদার ও দৈনিক ফেনী পত্রিকার নিজস্ব প্রতিবেদক নজরুল ইসলাম চৌধুরী। এসময় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণে আহত রাফি, নিয়াজ, মোর্শেদ, নিদলসহ ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাবের কার্যনিবাহী সদস্য সাজ্জাদ শাওন, মাসুদ রানা, সদস্য আজমির, আশিক, জামিল,নাজিম জয়, সুজন, উপল, শোভন, সামি, ইকরাম রায়হান, রিফাত, মোবারক,মাসুম, তানজিল, অনিক, বাবু, সাফায়েত উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওঃ একরাম হোসেন।