নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় পালন করেছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। দিনটি পালন উপলক্ষে গতকাল বুধবার বিকেলে রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে ধারণ করে রাজনীতিকে অপরাজনীতির হাত থেকে রক্ষা করতে হবে’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় রাজশাহী প্রেসক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) গোলাম সারওয়ারের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন- কথাসাহিত্যিক মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, প্রেসক্লাবের আজীবন সদস্য কলামিস্ট প্রশান্ত কুমার সাহা, শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল আওয়াল আনসারী, রাজশাহী প্রেসক্লাব সহ-সভাপতি আবু সালেহ মো. ফাত্তাহ, যুগ্ম-সম্পাদক আসলাম-উদ-দৌলা, সমাজউন্নয়ন কর্মী ইকবাল হাসান টাইগার, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের প্রচার সম্পাদক মিজানুর রহমান, সদস্য কাজী আব্দুল হান্নান তংকু প্রমুখ।#