১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




রানীশংকৈলে ফের অতিরিক্ত হাসিল আদায়, প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ।

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৪ ২০২৫, ১৯:৫৪ | 617 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সাপ্তাহিক কাতিহার পশু হাটে প্রশাসনের নাকের ডগায় অতিরিক্ত হাসিল/খাজনা আদায় করছে হাট ইজারাদার সারোয়ার নুর লিয়ন। এ বিষয়ে একাধিক বার অভিযোগ করলেও কোন পদক্ষেপ নেয়নি  উপজেলা প্রশাসন ইউএনও ।
শনিবার ৪ জানুয়ারী সরে জমিনে গিয়ে দেখা যায়, গরু প্রতি ২৩০ টাকা ও ছাগল প্রতি ৯০ টাকা নেওয়ার নিয়ম থাকলেও আইন অমান্য করে গরু প্রতি ৫০০ ও ছাগল প্রতি ১৬০ টাকা  আদায় করছেন ইজারাদারের সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অতিরিক্ত হাসিল আদায়ের বিষয়ে  গরু ব্যবসায়ী ইয়াসিন আলী জানান, ১ টি গরু লেখাইয়ের হাসিল দিলাম ৫০০ টাকা। আমি ৫ টি গরু কিনেছি আমাকে এখন ২৫০০ টাকা দিতে হবে । ছাগল ক্রেতা ইউনুস বলেন, ইজারাদার ইচ্ছে মত হাসিল আদায় করছে, প্রশাসন এসে নাম মাত্র জরিমানা করে চলে যায়। এভাবেই চলছে চোর – পুলিশ খেলা। আর ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা এর একটা সুস্থ সামাধান দরকার।
অতিরিক্ত হাসিল আদায়ের বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা’র সাথে  মুঠোফোনে কথা বললে তিনি জানান অতিরিক্ত হাসিল আদায় বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আগামীতে আমাদের ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে আমি তাদের শোকজ নোটিশ করবো।
এছাড়াও ঠাকুরগাঁও জেলা অতিরিক্ত  ম্যাজিস্ট্রেট  সরদার মোস্তফা শাহীন এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, অতিরিক্ত হাসিল আদায়ের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টা আমি দেখছি । আমাকে জানানোর জন্য আপনাদের ধন্যবাদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান এর সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি কোন সাংবাদিকের ফোন রিসিভ করেননি। প্রসঙ্গত শনিবার ও রবিবার ইউএনও সাংবাদিকদের ফোন রিসিভ করেননা ।
এবিষয়ে ইজারাদার কোন সাক্ষাৎকার দেয়নি ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET