গাজীপুরের শ্রীপুরে বিএনপি নেতার বাড়িতে মধ্যরাতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামে বিএনপির নেতার বাড়িতে গুলি চালায় দুর্বৃত্তরা। তবে উক্ত ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮/১০ জনকে আসামী করে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্তরা হলো বরমীর পাঠানটেক এলাকার আমিন মীরের ছেলে শওকত মীর (৩৫) ও কোষাদিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে মো. শরিফ (৩০)।
ভুক্তভোগী বিএনপি নেতা মাহমুদুল হাসান (৫২) বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের তালেব হোসেনের ছেলে। তিনি বরমী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও বরমী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক।
মাহমুদুল হাসান ও তার পরিবার জানায়, তিনি ও তার ছেলেরা রাতে নিজ নিজ রুমে ঘুমিয়েছিলেন, হঠাৎ মধ্যরাতে রাতে বিকট আওয়াজে তাদের ঘুম ভাঙে। এ সময় পরপর তিনটি গুলির শব্দ পান। পরে ঘরের জানালার কাচ ছিদ্র দেখে গুলি করার বিষয়টি নিশ্চিত হয়। বুলেট জানালার কাচ ভেদ করে ঘরের ভেতর এসে পড়ে। একটি বুলেট কাচ ছিদ্র করে ঘরের সোফায় ঢুকে পড়ে। ঘরে ছোড়া গুলির খোসাগুলো ঘরে পড়েছিল। দুটি কক্ষের জানালাতে গুলিবিদ্ধ হয়। গত সোমবার আমাকে গুলি কওে মেওে ফেলার হুমকি দেওয়ার পরদিনই আমার বাসায় ওরা গুলি করে। এ বিষয়ে দুইজনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুলির খোসাগুলো উদ্ধার করা হয়েছে। দুজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।