গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার মাওনা ইউনিয়নের সিমলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একজন আহত হয়েছে।
নিহত কিশোর আহনাফ লিহাব (১৭), শ্রীপুর পৌর এলাকার বেড়াইদেরচালা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আহত রিয়াদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার (২ আগস্ট) বিকেলে মোটরসাইকেল যোগে আহনাফ নিয়াত ফুলবাড়িয়ার দিকে যাচ্ছিল। পাঁচটার দিকে মাওনা-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের হাসিখালি ব্রিজ এলাকায় পৌঁছলে অজ্ঞাতনামা গাড়ি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আহনাফ নিয়াত অনন্ত মারা যান।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো: অহিদুজ্জামান ভ’ইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনে ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।