সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ আশরাফুল:- বিগত বছর গুলোতে জেএসসিতে ভালো ফলাফল, উপজেলা পর্যায়ে খেলাধুলা সহ অন্যান্য প্রতিযোগিতায় উল্লেখ যোগ্য অর্জন রয়েছে বিদ্যালয়টির। প্রয়োজনীয় একাডেমিক ভবন, শিক্ষক- শিক্ষার্থী,
খেলাধুলার জন্য সুপরিসর মাঠও আছে। নেই শুধু এমপিও ভুক্তির সীকৃতি। সব শর্ত পূরণের পরও সম্প্রতি ঘোষিত এমপিও’র তালিকায় নেই বিদ্যালয়টি।
বলছি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত সিরাজগঞ্জের কাজীপুর উপজেলাধীন গিরিশ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের কথা। এলাকার ৯জন শিক্ষানুরাগী ব্যক্তির উদ্যোগে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ২০০১ সালে রাজশাহী শিক্ষা বোর্ড হতে ৮ম শ্রেণি পর্যন্ত পাঠ দানের
অনুমতি পায়। বর্তমানে ৯ জন শিক্ষক শিক্ষিকা ও ৩জন কর্মচারি সহ ৩৭৯জন শিক্ষার্থী লেখাপড়া করছে। প্রতি বছর ভালো ফলাফল করে সবার নজর কাড়ছে বিদ্যালয়টি।
“অনেক আশা ছিল এবার বিদ্যালয়টি এমপিও ভুক্ত হবে, কিন্তু হলো না। আমাদের মাঝে হতাশা কাজ করছে বর্তমানে” এসব কথা বলেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আব্দুল হাকিম মন্ডল। এমপিও ভুক্তির বিষয়টি বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের
সুদৃষ্টি কামনা করছেন এ প্রতিষ্ঠান প্রধান।