সাতক্ষীরা প্রতিনিধি:- সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দশম শ্রেণীর ছাত্র মিজানুর রহমান (১৬) নিহত হয়েছে। বুধবার দুপুর দুইটার দিকে কালিগঞ্জের ভাড়াশিমলা মোড়ে এ ঘটনাটি ঘটে।
নিহত মিজানুর রহামান কুশলিয়া ইউনিয়নের ঠেকরা গ্রামের আব্দুল আলিম গাজীর ছেলে ও ভদ্রখালি মাধ্যামিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মিজানুর রহমান ভাড়াকৃত মটর সাইকেল চালিয়ে নলতায় তার ফুফুর বাড়িতে যাচ্ছিল। সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের ভাড়াশিমলা মোড় সংলগ্ন জনৈক মোনাজাত গাজীর বাড়ির সামনে পৌছালে কালিগঞ্জ অভিমুখী একটি দ্রুতগামী ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মিজানুর রহমান ঘটনাস্থলে নিহত হয়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবীর দত্ত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।