সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নে পুরানগাঁও এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে বিশ্বম্ভরপুর পুলিশ ও র্যাব। শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ও বিশ্বম্ভরপুর থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে ওই দুই মাদক কারবাড়িকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
তাদের হাতে দুটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো বিক্রির জন্য মোট তিরানব্বই বোতল ভারতীয় মদ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের পুরানগাঁও গ্রামের হাফিজ উদ্দিন এর ছেলে মোহাম্মদ একাব্বর হোসেন (২২) ও একই গ্রামের মতিউর রহমানের ছেলে মোহাম্মদ নিজাম উদ্দিন (২৩)।
এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ কাউসার আলম জানান, মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলার অজু করে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us: