এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধিঃ- দিনাজপুরের বীরগঞ্জে দুই পা বিশিষ্ট একটি বাছুরের জন্ম হয়েছে।
উপজেলার শতগ্রাম ইউনিয়নের গরফতু গ্রামের ফেরিওয়ালা মো. জামাল উদ্দিনের বাড়িতে শনিবার বাছুরটির জন্ম হয়। বাছুরটি এক নজর দেখতে উৎসুক শত শত মানুষ জামাল উদ্দিনের বাসায় ভিড় জমাচ্ছে।
জামাল উদ্দিন জানান, তার একটি গাভী গতকাল ওই বাছুরের জন্ম দেয়। এ সময় তারা দেখেন বাছুরটির পিছনের দুটি পা থাকলেও সামনের পা দুটি নেই। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুক মানুষ বাছুরটি দেখার জন্য ভিড় জমাচ্ছে।
বীরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আলতাফ হোসেন জানান, বাছুরটি বর্তমানে সুস্থ আছে। তবে কতক্ষণ সুস্থ থাকবে তা বলা খুবই কঠিন। গাভীর জিনগত সমস্যার কারণে এ ধরনের বাছুর জন্ম নিতে পারে।