
বাংলাদেশকে সোনার বাংলা গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে রামগঞ্জে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও জাতীয় শিশু দিবস।
এ উপলক্ষে উপজেলা ও থানা প্রশাসন, উপজেলা ও পৌর আ.লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা কর্মীরা ভোরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু করেন।
সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা ও থানা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।
এ ছাড়া রামগঞ্জ পৌর পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন পৌর পরিষদ, উপজেলা ও পৌর আ.লীগ নেতৃবৃন্দ।
সকাল ১১টায় উপজেলা ও পৌর আ.লীগের উদ্যোগে পৌর পরিষদ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে পৌর আ.লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি এডভোকেট সফিক মাহমুদ পিন্টু, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন চৌধুরী, উপজেলা আ.লীগর নির্বাহী সদস্য এম এ মমিন পাটওয়ারী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সালেহ আহম্মদ পাটওয়ারী, পৌর কাউন্সিলর মো. শাহজাহান, উপজেলা আ.লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মো.মাসুদ আলম, সাবেক যুবলীগ নেতা নেয়ামুল মাওলা মিরন, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক এমরান হোসেন বাচ্চুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মিলাদ মাহফিল শেষে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের কেক কাটেন অতিথিবৃন্দরা ।