১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন চান সাবিনা খাঁন

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২০ ২০২৫, ২৩:১১ | 626 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিলেট-৬ (গোলাপগঞ্জ বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনয়ন চান যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মরহুম আলহাজ্ব কমর উদ্দিনের কন্যা সাবিনা খাঁন। শুক্রবার সন্ধ্যা ৫টায় পৌর শহরের একটি অভিজাত পার্টি সেন্টারে গোলাপগঞ্জের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি।

মতবিনিময় সভায় তিনি বলেন, আমার বাবা মরহুম আলহাজ্ব কমর উদ্দীন দীর্ঘ দিন

যুক্তরাজ্য বিএনপির সভাপতি ছিলেন।সেই সাথে বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক  সম্পাদকের দায়ীত্ব পালন করেন। আমার বাবা জাতীয়তাবাদী আদর্শের একজন বিশ্বস্থ সৈনিক ছিলেন।

আমার বাবা এদেশের মাটি ও মানুষের কল্যানে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে গেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে আদর্শকে লালন করে আমার বাবা গোলাপগঞ্জ বিয়ানীবাজারকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন। আমি আমার বাবার স্বপ্নকে লালন করে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষের জন্য কাজ করতে চাই।

তিনি আরো বলেন, আমাদের এই দুই উপজেলার উল্লেখ যোগ্য অংশ মানুষ প্রবাসী। আর আমাদের প্রবাসীরা জাতীয় অগ্রগতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আমাদের এই জনপদ খনিজ সম্পদে সমৃদ্ধ, এখানকার তেল গ্যাস জাতীয় অর্থনীতিতে বিরাট অবদান রাখছে। সব দিক দিয়ে চিন্তা করে আমরা বলতে পারি গোলাপগঞ্জ বিয়ানী বাজার এই দুই উপজেলা বাংলাদেশের সার্বিক উন্নয়নে বড় ধরনের ভূমিকা পালন করছে।

তিনি আরো বলেন, বিগত ১৫ বছর আওয়ামী দুঃশাসন চলাকালে আমাদের মানুষ কাংঙ্খীত মানের সেবা পায়নি, বঞ্চিত ছিল উন্নয়ন থেকে। বঞ্চিত গোলাপগঞ্জ বিয়ানী বাজারবাসীর জন্য কাজ করতে আমি আপনাদের সহযোগিতা নিয়ে বিএনপির মনোনয়ন নিয়ে সিলেট-৬ আসনে এমপি পদে প্রার্থী হতে চাই। আমার ও আমার বাবার প্রানের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষন করছি।

তিনি আরো বলেন,  আমার বাবা জিয়া পরিবারের একজন বিশ্বস্থ লোক ছিলেন। বিএনপির সবচেয়ে দূর্দিনে ও দুঃসময়ে আমার বাবা জিয়া পরিবারও জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের কাছে ছিলেন। শহীদ জিয়াউর রহমানের আদর্শকে লালন করে জাতীয়তাবাদী শক্তিকে সুসংগঠিত করতে আমার বাবা মরহুম কমর উদ্দীন জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে গেছেন। আমাদের দেশ নিয়ে বাবা অনেক স্বপ্ন দেখতেন। বাবার সেই স্বপ্ন বাস্থবায়নে কাজ করতে আমি আজ আপানাদের কাছে এসেছি। আপনাদের দোয়া ও সহযোগিতা নিয়ে আগামী জাতীয় নির্বাচনে আমি সিলেট-৬ আসনে এমপি পদে প্রার্থী হতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে এই আসনে মনোনোয়ন দান করবে বলে আমি দৃঢ় বিশ্বাসী। আমার স্বপ্ন ও ইচ্ছার কথা তুলে ধরার জন্য আজ আপনাদেরকে নিয়ে মত বিনিময় সভার আয়োজন করেছি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET